
প্রকাশিত: Sat, Dec 23, 2023 8:45 PM আপডেট: Wed, Jul 2, 2025 4:25 AM
[১] কক্সবাজারে একজালে ধরা পড়া ১৫৯টি কালো পোয়া মাছ ৩০ লাখ টাকায় বিক্রি
হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার: [২] কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। [৩] শনিবার ভোরে মাছগুলো ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, ‘মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। মোজাম্মেল খুবই গরীব জেলে ।
[৪] শনিবার দুপুরে চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের একটি প্রতিষ্ঠান মাছ গুলো ৩০ লাখ ৫০ হাজার টাকায় কিনে নিয়েছে ।
[৫] মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে। এদিকে ১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া।
[৬] এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম সানিক বলেন, আমরা খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়েছে। আমরা একনজর দেখর জন্য গিয়েছিলাম। সবখানে এটা নিয়েই আলোচনা হচ্ছে এখন।